রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

অবাধ সুষ্ঠু নির্বাচন করবে অন্তর্বর্তীকালীন সরকার : উপদেষ্টা ফাওজুল করিম

সাভার প্রতিনিধি 

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:২৫

আপডেট: ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:৫৬

শেয়ার

অবাধ সুষ্ঠু নির্বাচন করবে অন্তর্বর্তীকালীন সরকার : উপদেষ্টা ফাওজুল করিম
ছবি: বাংলাপ এডিশন

বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল করিম খান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচনে কে জিতল বা হারল তা অন্তর্বর্তীকালীন সরকারের বিষয় নয়; তাদের দায়িত্ব কেবল নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজন করা।

শনিবার সকালে ঢাকার ধামরাই উপজেলা পরিষদে জাতীয় রূপটপ সোলার কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফাওজুল করিম খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দল নেই। নির্বাচনে কোনো সরকারি কর্মকর্তা বা প্রশাসনের কেউ যদি পক্ষ নেন, তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন শেষে যে দল জয়ী হবে, সরকারি কর্মকর্তারা সেই দলের অধীনে কাজ করবেন।

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটাধিকার নিষিদ্ধ নয়। তারা চাইলে যে কোনো প্রার্থীকেই ভোট দিতে পারবেন।

২০১৮ সালের নির্বাচনের সমালোচনা করে তিনি বলেন, “তখন দিনের ভোট রাতে হয়েছে, সেটি ছিলোলায়লাতুল নির্বাচন এবার সেই পরিস্থিতি হবে না।

এ সময় তিনি আরও জানান, দেশে বিদ্যুৎ সংকট নেই, তবে শিল্পকারখানায় কিছুটা গ্যাস ঘাটতি রয়েছে, যা শিগগিরই সমাধান হবে। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কারণে জনদুর্ভোগ হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন কাজে সাময়িক কষ্ট মেনে নিতে হয়।

পরে তিনি স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজসহ উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।



banner close
banner close