সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

শরীয়তপুরে দিনে পুলিশের ভোজসভায় অতিথি হওয়া সেই যুবলীগ নেতা রাতেই গ্রেপ্তার

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৫৮

শেয়ার

শরীয়তপুরে দিনে পুলিশের ভোজসভায় অতিথি হওয়া সেই যুবলীগ নেতা রাতেই গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় দুপুরে পুলিশের মাসিক ভোজসভায় অতিথি হয়ে টেবিলে বসেছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নাওডোবা ইউনিয়ন সভাপতি মোক্তার বেপারী। তবে ওই দিন (শুক্রবার দিবাগত রাত) গভীর রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি পারভেজ আহমেদ সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানাগেছে, শুক্রবার দুপুরে পদ্মা সেতু দক্ষিণ থানার ডাইনিং রুমে আয়োজিত মাসিক ভোজসভায় উপস্থিত ছিলেন থানার কর্মকর্তা-কর্মচারী, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথি। সেখানেই দেখা যায় মোক্তার বেপারীকে অন্যান্য অতিথির সঙ্গে টেবিলে বসে থাকতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিও ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এদিকে মোক্তার বেপারীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগে ওইদিন রাত ২টার দিকে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ অভিযান চালিয়ে মোক্তার বেপারীকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে।

শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি পারভেজ আহমেদ সেলিম বলেন, আমাদের নিয়মিত ভোজ অনুষ্ঠানে তিনি (মোক্তার বেপারী) নাওডোবা বাজার কমিটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। পরে আমরা জানতে পারি তিনি যুবলীগের নেতা।

ওসি আরও বলেন, মোক্তার বেপারীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।



banner close
banner close