সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

খালেদা জিয়া না থাকলে জামায়াতকে নিশ্চিহ্ন করত আওয়ামী লীগ: বিএনপি নেতা টিপু

বাগাতিপাড়া, নাটর প্রতিনিধি

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৪৪

শেয়ার

খালেদা জিয়া না থাকলে জামায়াতকে নিশ্চিহ্ন করত আওয়ামী লীগ: বিএনপি নেতা টিপু
বাংলা এডিশন

কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক এবং নাটোর- আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন, “খালেদা জিয়া যদি তার আচলের নিচে জামায়াতে ইসলামিকে আশ্রয়-প্রশ্রয় না দিতেন, তবে আওয়ামী লীগ অনেক আগেই তাদের নিশ্চিহ্ন করে দিত।

তিনি আরও বলেন, “বিএনপি সব সময় প্রতিহিংসার রাজনীতি থেকে সরে এসে অন্য দলগুলোকে রক্ষা করেছে। তাই খালেদা জিয়া তারেক রহমানের প্রতি সবাইকে কৃতজ্ঞ থাকা উচিত।

শুক্রবার সন্ধ্যায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের ভাটুপাড়া এলাকায় স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

টিপু বলেন, “আমার নেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমান কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি। তারা সবসময় মানুষের কল্যাণে কাজ করেছেন। আমরা সংঘাত চাই না, চাই জাতীয় ঐক্য। এই ঐক্যের শক্তিতেই আমরা বিজয়ী হব। কোনও ষড়যন্ত্রই বিএনপিকে দমাতে পারবে না।

তিনি আরও অভিযোগ করেন, “আওয়ামী লীগ ১৭ বছর ধরে বিএনপিকে কারাগারে দিয়েছে, গুম করেছে, হত্যা করেছে, তবুও বিএনপিকে দমাতে পারেনি। বরং বিএনপিই এই দেশে সব দলকে টিকিয়ে রেখেছে। জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে ফিরতে না দিলে আজ আওয়ামী লীগের অস্তিত্ব থাকত না। তিনিই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে জামায়াতসহ অন্যান্য দলকে রাজনীতি করার সুযোগ করে দেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আগামী নির্বাচন সহজ হবে না। ভারত, চায়না, পাকিস্তান, রাশিয়াসহ অনেক শক্তি এক হয়ে ষড়যন্ত্র করতে পারে। কিন্তু আমরা ভয় পাই না। অতীতেও তারা এক হয়েছিল, তবুও জিয়াউর রহমান বাংলাদেশ স্বাধীন করেছেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন। এবারও তারেক রহমানকেই আমরা প্রধানমন্ত্রী বানাবো।

সভায় উপস্থিত তরুণদের উদ্দেশে টিপু বলেন, “ছাত্রদল যুবদলকে আরও সংগঠিত করতে হবে। নতুন প্রজন্মই বিএনপির মূল শক্তি। আগামী দিনের রাজনীতি তরুণদের হাতেই গড়া হবে।

সভা শেষে তিনি স্থানীয় বাজার, গ্রাম বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ উঠান বৈঠক করেন। সময় অনেক সাধারণ মানুষ তার প্রতি সমর্থন জানান এবং তাকে মনোনয়ন দেওয়ার জন্য দোয়া করেন।

তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক মেয়র শরিফুল ইসলাম লেলিন, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম সরকার, এবং বিএনপির সহস্রাধিক নেতাকর্মী।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, তাইফুল ইসলাম টিপুর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, যা আসন্ন নির্বাচনে বিএনপিকে নাটোর- আসনে শক্ত অবস্থানে নিয়ে যেতে পারে



banner close
banner close