সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলন ও লাইসেন্সবিহীন রেস্তোরাঁয় জরিমানা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৩১

শেয়ার

বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলন ও লাইসেন্সবিহীন রেস্তোরাঁয় জরিমানা
বাংলা এডিশন

উপজেলা প্রশাসনের উদ্যোগে বাঁশখালীর শেখেরখীল সরকারবাজার,পশ্চিম পুঁইছড়ি চাম্বল বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত পরিচালিত অভিযানে শেখেরখীল এলাকায় অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের দায়ে একজনকে বালুমহাল মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিক আদায় করা হয়। সময় ১টি বাল্কহেড ড্রেজার ২২০০ ঘনফুট বালু জব্দ করা হয়। অভিযানে বাংলাদেশ কোস্টগার্ডের বাঁশখালী কন্টিনজেন্ট সহযোগিতা করে।

এদিন পশ্চিম পুঁইছড়িতে অবৈধ বালু উত্তোলন পরিবহনের অভিযোগে পরিচালিত অভিযানে কাউকে পাওয়া না গেলেও ঘটনাস্থল থেকে হাজার ঘনফুট বালু এবং পরিবহনে ব্যবহৃত ২টি মিনিট্রাক জব্দ করা হয়।

এছাড়া চাম্বল বাজারের একটি রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত কোনো নিবন্ধন সনদ বা লাইসেন্স ছাড়াই রেস্তোরাঁ পরিচালনার দায়ে বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ আইন, ২০১৪ এর ধারা লঙ্ঘনের অপরাধে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। তিনি বলেন, “আইন অমান্য করে কেউ পরিবেশ জনস্বার্থের ক্ষতি করতে পারবে না। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে।একইসাথে জনগণের স্বাস্থ্যঝুঁকি রোধে লাইসেন্সবিহীন অস্বাস্থ্যকর রেস্তোরাঁর বিরুদ্ধেও নিয়মিত ব্যবস্থা নেয়া হবে।



banner close
banner close