সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

‎শৈলকুপায় ওয়ান শুটার ও বিস্ফোরকসহ আটক এক

‎ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:৪৭

শেয়ার

‎শৈলকুপায় ওয়ান শুটার ও বিস্ফোরকসহ আটক এক
ছবি: বাংলা এডিশন

ঝিনাইদহের শৈলকুপায় সেনাবাহিনীর অভিযানে দেশিয় অস্ত্র বিস্ফোরকসহ অর্ক ইসলাম উৎস নামের একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার গভীর রাতে উপজেলার ভুলুন্দিয়া গ্রাম থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়।

অর্ক ইসলাম উৎস সারুটিয়া ইউনিয়নের ভুলুন্দিয়া গ্রামের রফিকুল ইসলাম ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা উপজেলার ৬নং সারুটিয়া ইউনিয়নের ভুলুন্দিয়া গ্রামে শৈলকুপা সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আসিফ মোস্তফার নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল অভিযান চালায়। এ অভিযানে দেশীয় অস্ত্রসহ বিস্ফোরক উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১ টি ওয়ান সুটার গান, ৫ টি ককটেল,২ টি কাট্রিজ, ৩ টি এ্যামুনেশন, পিস্তলের ব্যারেল, পাঁচটি রামদা, হাতুড়িসহ বিভিন্ন রকমের দেশীয় অস্ত্র। আটক অর্ক ইসলাম উৎসকে শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, শৈলকুপা সেনা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে অস্ত্রসহ অর্ক ইসলাম উৎস নামে একজনকে আটক করেছে। রাতেই তাকে শৈলকুপা থানা-পুলিশের নিকট হস্তান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।



banner close
banner close