কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভের বিভিন্ন সাগর উপকূল দিয়ে সাগরপথে মানবপাচারে সক্রিয় সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে বিজিবি।
শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন, বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
আটকরা হল- টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার এখলাস মিয়ার ছেলে সৈয়দ আলম (২৯), একই এলাকার মো. ইয়াহিয়ার ছেলে মো. আব্দুল্লাহ (২২), ইউনুস আলীর ছেলে মো. রিদুয়ান হোসেন (২০), কেফায়েত উল্লাহর ছেলে মো. নুরুল আফসার (২০) ও মৃত দিল মোহাম্মদের ছেলে মো. আব্দুল হাকিম (৪০)।
লে. কর্নেল আশিকুর রহমান বলেন, সম্প্রতি টেকনাফে মেরিন ড্রাইভের বিভিন্ন উপকূল দিয়ে সাগরপথে সংঘবদ্ধ মাদক ও মানবপাচারের পাশাপাশি চোরাচালানকারি চক্রের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। এতে জনমনে উদ্বেগ সৃষ্টির বিষয়টি বিজিবির নজরে আসার পর থেকে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। এতে স্থানীয় কতিপয় প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় কয়েকটি সংঘবদ্ধ চক্রের তথ্য পায় বিজিবি।
এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যের একটি দল। এক পর্যায়ে কতিপয় লোকজন সাগরপথে মানবপাচারের জন্য জড়ো হয়েছে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে ১০/১২ জন সন্দেহজনক লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ৫ জনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।
আরও পড়ুন:








