রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতা-কর্মী

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:২৯

শেয়ার

জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতা-কর্মী
ছবি: বাংলা এডিশন

পিরোজপুরের নাজিরপুরে বিএনপি ও জাতীয় পার্টি থেকে অর্ধশতাধিক নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। এর মধ্যে রয়েছেন জাতীয় পার্টির নাজিরপুর উপজেলা সাধারণ সম্পাদক ও নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন খান এবং স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. ইসরাফিল হাওলাদার।

শুক্রবার সকাল ১০টায় নাজিরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রতিনিধি সমাবেশে তারা সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। এ সময় তাদের সঙ্গে আরও ৪০ থেকে ৫০ জন নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন বলে জানিয়েছেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী। প্রধান আলোচক ছিলেন জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মোসালেহ্ উদ্দিন, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি সিফাতুল্লাহ্ বিন বেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মাফুজুর রহমান, উপজেলা শিবির সভাপতি মো. আবু হানিফ ও সেক্রেটারি সাকিবুল ইসলাম।

যোগদান উপলক্ষে বক্তব্যে মো. ইসরাফিল হাওলাদার বলেন, তিনি মুসলমান হিসেবে সমাজে দ্বীন প্রতিষ্ঠা করতে চান। বিএনপির আদর্শ ইসলামভিত্তিক নয় বিধায় সেখান থেকে বের হয়ে তিনি জামায়াতে যোগ দিয়েছেন এবং আজীবন ইসলামকে ধারণ করে বাঁচতে চান।



banner close
banner close