চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা বড়ঘোনা এলাকায় এস আলম গ্রুপের এস এস পাওয়ার প্ল্যান্টের জেটিঘাটে ড্রেজিং কার্যক্রম বন্ধ ও ব্রেকওয়াটার সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
গত বুধবার গণ্ডামারা বড়ঘোনা বহুমুখী সমবায় সমিতির যুগ্ম সম্পাদক আবুল হোসেন বাদী হয়ে এ রিট দায়ের করেন। রিটে ক্ষতিগ্রস্ত জেলেদের জীবিকার ক্ষতিপূরণও চাওয়া হয়েছে।
রিটে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, এস এস পাওয়ার প্ল্যান্টের ব্যবস্থাপনা পরিচালক, বাঁশখালী উপজেলা সহকারী ভূমি অফিসারসহ মোট ১১ জনকে বিবাদী করা হয়েছে।
রিটকারীর আইনজীবী মোহাম্মদ ফারুক হোসেন জানান, হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন বেঞ্চে যে কোনো দিন এ রিটের ওপর শুনানি হতে পারে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বড়ঘোনা জেটিঘাট ছিল স্থানীয় জেলেদের কর্মব্যস্ততার প্রাণকেন্দ্র। প্রতিদিন প্রায় তিন হাজারেরও বেশি জেলে এখান থেকে নৌকা ও সাম্পান নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায়। কিন্তু সম্প্রতি এস আলম গ্রুপের কয়লাবাহী লাইটার জাহাজ ভিড়ানোর কারণে জেলেদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয় জেলেদের অভিযোগ, কয়লাবাহী লাইটার জাহাজের ধাক্কায় প্রায়ই জাল ছিঁড়ে যায়, রাতের আঁধারে সাম্পান দুর্ঘটনার শিকার হয়, এমনকি নৌকা ডুবে যাওয়ার মতো ঘটনাও ঘটছে। এসব কারণে জীবিকা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা।
আরও পড়ুন:








