টানা চার দিন বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় অন্ধকারে দিন কাটাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার প্রায় এক লাখ ৪০ হাজার গ্রাহক। পল্লি বিদ্যুতের চার দফা দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের গণছুটি পালনের কারণে এ বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এতে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম ও চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী বুধবার রাতে শ্যামগ্রাম ইউনিয়ন উপশাখা এবং বৃহস্পতিবার দুপুরে নবীনগর পল্লি বিদ্যুৎ জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন।
ভুক্তভোগী রহিছ মিয়া, খালেক মিয়া ও আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, চার দিন ধরে বিদ্যুৎ না থাকায় জীবনের সব ক্ষেত্রেই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান।
এ বিষয়ে নবীনগর পল্লি বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম তূর্য মিত্র বলেন, “কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্নের খবর পেয়েছি। কিন্তু কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে থাকায় আমরা অসহায়।”
ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ওয়াদুদ হোসেন বলেন, “সাত লাখ মানুষের এই উপজেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা কঠিন। তার ওপর কর্মবিরতির কারণে অভিযোগ পেলেও সমাধান করা যাচ্ছে না।”
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর থেকে দেশের ৮০টি পল্লি বিদ্যুৎ সমিতির প্রায় ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী একযোগে গণছুটিতে রয়েছেন। সরকার বিদ্যুৎ সরবরাহকে জরুরি পরিষেবা ঘোষণা করে কর্মস্থলে যোগদানের নির্দেশ দিলেও এখনো কেউ সেই নির্দেশ মানেননি।
আরও পড়ুন:








