রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

চুয়াডাঙ্গায় শহীদ শাহরিয়ার শুভর কবর জিয়ারত করলো ইসলামী ছাত্রশিবির

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫ ২১:৫৭

শেয়ার

চুয়াডাঙ্গায় শহীদ শাহরিয়ার শুভর কবর জিয়ারত করলো ইসলামী ছাত্রশিবির
ছবি: বাংলা এডিশন

ডাকসুতে জয়লাভের পর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৮টায় জুলাই অভ্যুত্থানের শহীদ শাহরিয়ার শুভর কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সংখ্যাগরিষ্ঠ জয়লাভ করে। এরই পরিপ্রেক্ষিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম দুই দফা কর্মসূচি ঘোষণা করেন। তিনি সংগঠনের সকল জনশক্তিকে বিজয় উপলক্ষে আনন্দ-উল্লাস পরিহার করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নৈশ ইবাদতে আত্মনিয়োগ এবং জুলাই অভ্যুত্থানের সকল শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল আয়োজনের আহ্বান জানান।

এই নির্দেশনার আলোকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবির ১১ সেপ্টেম্বর রাতে দায়িত্বশীল ও কর্মীদের নিয়ে নৈশ ইবাদতের আয়োজন করে। পরদিন সকালে শহীদ শাহরিয়ার শুভর কবর জিয়ারত এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কবর জিয়ারতের পর উপস্থিত নেতৃবৃন্দ শহীদের পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহমেদ, জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, জেলা অফিস সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ, জেলা অর্থ ও প্রচার সম্পাদক বায়েজিদ বোস্তামী, জেলা দাওয়াহ সম্পাদক পারভেজ আলম, সদর থানা সভাপতি নাসিম উদ্দিন বিশ্বাসসহ অন্যান্য দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

দোয়া মাহফিল পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদ।



banner close
banner close