ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ডাকসুর গঠনতন্ত্রের ৬ (এ) অনুচ্ছেদ অনুযায়ী তাকে মনোনয়ন দেয়া হয়। এক অফিস আদেশে বলা হয়, ‘জরুরি প্রয়োজনে ও ডাকসু নির্বাচনের প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর গঠনতন্ত্রের ৬(এ) অনুচ্ছেদ অনুযায়ী উপাচার্য অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীকে সাময়িকভাবে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডাকসুর কোষাধ্যক্ষ হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।’
উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদগুলোর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিরতিহীনভাবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। নির্বাচনে ডাকসুতে ২৮ পদের ভেতরে শীর্ষ ৩ পদসহ ২৩টি পদই ইসলামী ছাত্রশিবিরের প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিশাল জয় পান। এছাড়া বাকি পাঁচটি পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। অন্যদিকে ১৮ হলের হলসংসদ নির্বাচন ১৩ পদের বিপরীতে শিবির সমর্থিতরা ভালো অবস্থান দখল করেন। এছাড়া পাশাপাশি গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের বিজয়ীও হয়েছেন।
আরও পড়ুন:








