সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

জীবননগর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ১১ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫ ২১:০৬

শেয়ার

জীবননগর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ১১ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ
ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১১ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে শূন্যরেখায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকেল ৫ টায় ১৯৪ বিএসএফ ব্যাটালিয়ন অধীনস্থ জোড়পাড়া বিএসএফ ক্যাম্প কমান্ডার ৫৮ বিজিবির বেনীপুর বিওপি কমান্ডারকে অবগত করেন যে, অবৈধভাবে ১১ জন (২ পুরুষ, ৫ নারী এবং ৪ শিশু) বাংলাদেশি নাগরিকদেরকে ভারত থেকে বাংলাদেশে আগমনকালে বিএসএফ কর্তৃক আটক করা হয়েছে। বিএসএফ তাদের ফেরত নেয়ার জন্য বিজিবিকে অনুরোধ করে তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সম্বলিত তথ্য বিজিবিকে প্রেরণ করে।

এরপর বিজিবি তাদের পরিচয় নিশ্চিত করে রাত সাড়ে ৯টায় (বিএসটি) সীমান্ত পিলার ৬১/৭-এস (পিলার)-এর নিকট শূন্য লাইন বরাবর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের নিকট থেকে গ্রহন করা হয়। তাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, এদের বাড়ি ঢাকা, মুন্সিগঞ্জ ও মাগুরা জেলায়। আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর এদেরকে নিজ নিজ অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।



banner close
banner close