সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার তিন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫ ২১:০০

শেয়ার

শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার তিন
ছবি: বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা সেবনকালে তিনজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মেডিকেল মোড়, আলিফ ক্লিনিকের উত্তর পাশে এ অভিযান পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আজিজ। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের একটি টিম সহায়তা করে।

আটককৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার সেলিমাবাদ দেওয়ান জাইগীর গ্রামের মৃত সোনুর ছেলে মোঃ নয়ন আলী (২০)। দৌলতপুর মহাজনপাড়া গ্রামের দীন মোহাম্মদের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৩৫)। দৌলতপুর কবিরাজপাড়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে মোঃ হারুন (৩২)।

ভ্রাম্যমাণ আদালত নয়ন আলী ও দেলোয়ার হোসেনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড এবং হারুনকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আজিজ বলেন, শিবগঞ্জ উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। মাদক সেবন কিংবা ব্যবসায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।



banner close
banner close