পিআর পদ্ধতিতে নির্বাচনসহ তিনদফা দাবী আদায়ের লক্ষ্য আগামী ১৩ই সেপ্টেম্বর ভোলা সরকারী স্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণ সমাবেশ অনুষ্ঠিত হবে এ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে ভোলা জেলা ইসলামী আন্দোলন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ভোলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভোলা জেলার সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম লিখিত বক্তব্যতে তাদের গণসমাবেশের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইসহ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, ভোলা সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, ভোলা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি রেজাউল করিম বোরহানী, ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোসলেউদ্দিন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভোলা জেলার সিনিয়র সহ-সভাপতি মাওলানা গোলাম মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদদান, মাওলানা ইব্রাহীম খলিলসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








