সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

গঙ্গামতির সংরক্ষিত বনের গাছ কেটে দখল

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:২৫

শেয়ার

গঙ্গামতির সংরক্ষিত বনের গাছ কেটে দখল
বাংলা এডিশন

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন ধূলাসার ইউনিয়নের চর গঙ্গামতি এলাকায় সংরক্ষিত বনের প্রায় অর্ধেক অংশ কেটে দখল করে নিয়েছে একটি প্রভাবশালী মহল। দখলকৃত জমিতে কৃষিকাজ, বসতবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। ফলে পরিবেশ উপকূল রক্ষাকারী বনাঞ্চল ধ্বংসের মুখে পড়েছে।

সরেজমিন দেখা গেছে, নির্বিচারে কেওড়া, ঝাউ, আকাশমনি, রেইনট্রি গাছ কেটে বালু ভরাট করে জমি ব্যবহার করা হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রভাবশালী বেলাল শরীফ, ইয়ামিন শরীফ, আল-আমিন শরীফ মন্নান শরীফ বন কর্মকর্তাদের ম্যানেজ করে দখল-বাণিজ্য চালাচ্ছেন।

যদিও বন বিভাগ মাঝে মধ্যে মামলা করে, তবে এখনো কোনো প্রভাবশালী দখলদারকে আইনের আওতায় আনা হয়নি। স্থানীয়দের অভিযোগ, টাকা দিয়ে গাছ কাটার অনুমতি আদায় করা হয়।

অভিযুক্ত আল-আমিন শরীফ অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। কে গাছ কেটেছে আমরা জানি না।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্য সচিব আসাদুজ্জামান মিরাজ বলেন, গঙ্গামতির বন পরিবেশ উপকূলীয় মানুষের রক্ষাকবচ। বন ধ্বংসকারীরা দেশ জাতির শত্রু। কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ জরুরি।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কে এম মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে দখলদারদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।



banner close
banner close