পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন ধূলাসার ইউনিয়নের চর গঙ্গামতি এলাকায় সংরক্ষিত বনের প্রায় অর্ধেক অংশ কেটে দখল করে নিয়েছে একটি প্রভাবশালী মহল। দখলকৃত জমিতে কৃষিকাজ, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। ফলে পরিবেশ ও উপকূল রক্ষাকারী এ বনাঞ্চল ধ্বংসের মুখে পড়েছে।
সরেজমিন দেখা গেছে, নির্বিচারে কেওড়া, ঝাউ, আকাশমনি, রেইনট্রি গাছ কেটে বালু ভরাট করে জমি ব্যবহার করা হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রভাবশালী বেলাল শরীফ, ইয়ামিন শরীফ, আল-আমিন শরীফ ও মন্নান শরীফ বন কর্মকর্তাদের ম্যানেজ করে এ দখল-বাণিজ্য চালাচ্ছেন।
যদিও বন বিভাগ মাঝে মধ্যে মামলা করে, তবে এখনো কোনো প্রভাবশালী দখলদারকে আইনের আওতায় আনা হয়নি। স্থানীয়দের অভিযোগ, টাকা দিয়ে গাছ কাটার অনুমতি আদায় করা হয়।
অভিযুক্ত আল-আমিন শরীফ অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। কে গাছ কেটেছে আমরা জানি না।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্য সচিব আসাদুজ্জামান মিরাজ বলেন, গঙ্গামতির বন পরিবেশ ও উপকূলীয় মানুষের রক্ষাকবচ। এ বন ধ্বংসকারীরা দেশ ও জাতির শত্রু। কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ জরুরি।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কে এম মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে দখলদারদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন:








