সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

কেরানীগঞ্জে বিদেশী রিভলবারসহ দুই যুবক গ্রেপ্তার

কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫ ২২:৩৭

শেয়ার

কেরানীগঞ্জে বিদেশী রিভলবারসহ দুই যুবক গ্রেপ্তার
বাংলা এডিশন

ঢাকার কেরানীগঞ্জে বিদেশী রিভলবারসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ( সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মডেল থানা পুলিশের একটি টিম শাক্তা ইউনিয়নের হিজলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম-এর নির্দেশনায় কেরানীগঞ্জ মডেল থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে। এসময় দুই যুবককে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পলাশ গাজী (৩০), পিতা- রহমান গাজী, মাতা- মুক্তা বেগম, সাং-কাশেমাবাদ, ইউনিয়ন শাক্তা।

সাব্বির (২২), পিতা- মোঃ শাফি, মাতা- ডলি আক্তার, সাং-শহিদ নগর, বাঁশপট্টি, ইউনিয়ন তারানগর।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি বিদেশী রিভলবার একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে মামলা (মামলা নং-১৯, তারিখ-১০/০৯/২০২৫, ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইন-১৯এ) দায়ের করা হয়েছে।



banner close
banner close