সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১৬ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২০

শেয়ার

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১৬ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
বাংলা এডিশন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৪ ব্যাটালিয়নের পৃথক মাদকবিরোধী অভিযানে ১৬ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজারের রেজু আমতলী সীমান্তের হাঙ্গর ঘোনা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টহল জোরদার করে বিজিবি। এসময় মিয়ানমারের দিক থেকে দুই ব্যক্তি সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। উপস্থিতি টের পেয়ে তারা একটি কালো ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলেই আটক হয়।

আটকরা হলেন, কক্সবাজারের উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১০, ব্লক জি-৩৬, বালুখালী এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ শফি (৭০) এবং জোবাইর হোসেনের ছেলে জিয়াবুল (১৫)।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) সাংবাদিকদের বলেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে ইয়াবাসহ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



banner close
banner close