সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত পাঁচ

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫ ২১:৫১

শেয়ার

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত পাঁচ
ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের দশমাইল দশমী এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আজ বুধবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সাহার আলী, তিনি পুরাতন ভান্ডারদোহা গ্রামের মুনসুর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ইজিবাইকে থাকা প্রায় ছয়জন যাত্রীর সবাই গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিন্দুরিয়া ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার জানান, হাসপাতালে আনার আগেই সাহার আলীর মৃত্যু হয়েছে। আহত বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।



banner close
banner close