চট্টগ্রামের মিরসরাইয়ে বাবার ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে খুন হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মায়ানী ইউনিয়নের ৮নং ওয়ার্ড পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের নাম মো. সাহেদ (২২)। তিনি শেখ আকনের বাড়ি মো. নুরুজ্জামান ও কামরুজ্জাহান বেগম দম্পতির একমাত্র ছেলে। সাহেদ চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।
নিহত সাহেদের খালা নুর জাহান বেগম জানান, মঙ্গলবার নুরুজ্জামান দ্বিতীয় বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন। বিষয়টি জানাজানি হলে বুধবার বিকেলে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তারা ওই বাড়িতে যান। এসময় নুরুজ্জামান স্ত্রী কামরুজ্জাহানের চুল ধরে টানেন। মাকে বাঁচাতে এগিয়ে গেলে ছেলে সাহেদকে বুকে ছুরি মারেন তিনি।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আর্যরাজ দত্ত বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বুকে ছুরিকাঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, পারিবারিক কলহের জেরে পিতাপুত্রের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে বাবা ধারালো ছুরি দিয়ে ছেলেকে আঘাত করে। পরিবারের লোকজন তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিলে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়, যেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:








