সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

মেহেরপুরে সীমান্তে মরদেহ, পরিচয়হীন ব্যক্তি নিয়ে রহস্য

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫ ২১:৩৩

শেয়ার

মেহেরপুরে সীমান্তে মরদেহ, পরিচয়হীন ব্যক্তি নিয়ে রহস্য
ছবি: বাংলা এডিশন

মেহেরপুর সদর উপজেলার শোলমারি সীমান্তে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১০সেপ্টেম্বর) সন্ধ্যায় ৭টার সময় সীমান্ত পিলার ১৩০/৩ এস-এর শূন্য রেখার কাছে থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

এলাকার সূত্রে জানাগেছে, অজ্ঞাত ব্যক্তিটি এলাকায় বেশ কয়েকদিন ধরে ঘোরাঘুরি করছিল। এলাকার মানুষ তাকে খাবারও দিয়েছিল। এলাকার মানুষ তাকে ভারসাম্যহীন পাগল হিসেবে জানতো। সন্ধ্যার আগে স্থানীয় লোকজন তার মরদেহ সীমান্তের শূন্য দেখায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, এলাকার খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করছেন, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং কিছুদিন ধরে এলাকায় তাকে ঘোরাফেরা করতে দেখা গেছে।

লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।



banner close
banner close