সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত এক

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:১৩

শেয়ার

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত এক
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সারফান সর্দার নামের একজন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিরপাড়া গ্রামে মন্ডল গ্রুপ ও সর্দার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় গুরুতর আহত বাইজিদ সর্দার নামের একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়াও আরো পাঁচজন আহত অবস্থায় স্হানীয় হাসপাতালে চিকিৎসা নেন। নিহত সারফান সর্দার কান্দিরপাড়া গ্রামের মৃত হামের সর্দারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাগোয়ান কান্দিপাড়া বাজার এলাকায় সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন সারফান সর্দার। গুরুতর আহত হয় নিহত সারফান সর্দারের ভাগ্নে বাইজিদ সর্দার।

নিহত সারফান সর্দারের মেয়ে মিম খাতুন বলেন, ‘রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের একটি বাগানে আমার বাবাকে পা কেটে ও গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষরা।’

দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে সর্দার গ্রুপের একজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পাশাপাশি সেনাবাহিনী টহল দিচ্ছে। এ ঘটনায় রাতেই চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’



banner close
banner close