সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে আবারো ৪৮ ঘন্টার হরতাল

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:৫৮

শেয়ার

বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে আবারো ৪৮ ঘন্টার হরতাল
ছবি: বাংলা এডিশন

বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে টানা ৪৮ ঘন্টার সর্বাত্মক হরতাল শুরু হয়েছে। বুধবার সকাল থেকে হরতালের প্রথম দিন পালিত হচ্ছে।

হরতালের কারণে সকাল থেকেই বাগেরহাট শহর ও উপজেলার বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এ ছাড়া বাগেরহাটের দূরপাল্লার ১৮টি রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দোকানপাট বন্ধ হরতালের প্রভাব ছিল স্পষ্ট। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ দেখা গেছে।

সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, নির্বাচন কমিশনের ঘোষণায় বাগেরহাটে চারটি সংসদীয় আসনের মধ্যে একটি আসন কমিয়ে তিনটিতে সীমিত করা হয়েছে, যা জেলার মানুষের জন্য বঞ্চনা। তাই তারা চারটি আসন বহালের দাবি জানিয়ে এই কর্মসূচি ঘোষণা করেছেন। বাগেরহাট জেলার প্রতিটি উপজেলায় ৪৮ ঘণ্টা হরতাল পালিত হবে। এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে ও নির্বাচন অফিসে তালা দেয়া হবে।

হরতালের কারণে অন্য জেলার মানুষের মাঝে ভোগান্তি সৃষ্টি হলেও বাগেরহাট জেলার সর্বস্তরের মানুষ এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে।



banner close
banner close