সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

কুয়াকাটায় গ্রীন ক্যাম্পেইন; গঙ্গামতি চরে বৃক্ষরোপণ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:১৮

আপডেট: ৮ সেপ্টেম্বর, ২০২৫ ২২:৩৩

শেয়ার

কুয়াকাটায় গ্রীন ক্যাম্পেইন; গঙ্গামতি চরে বৃক্ষরোপণ
ছবি: সংগৃহীত

উপকূলীয় বনভূমি রক্ষা ও পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটুয়াখালীর কুয়াকাটার গঙ্গামতি চরে অনুষ্ঠিত হয়েছে ‘গ্রীন ক্যাম্পেই’ কর্মসূচি। রবিবার বিকাল পাঁচটায় উপজেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ মহিপুর রেঞ্জের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদেক স্থানীয় শিশুদের নিয়ে বৃক্ষরোপণ করেন এবং শিশুদের ভবিষ্যতে বৃক্ষ রোপণের সুফল নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘উপকূলীয় অঞ্চলে বন নিধন প্রতিরোধ করা অত্যন্ত জরুরি। বনের গাছ শুধু পরিবেশ রক্ষায় নয়, বরং প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের ক্ষতি মোকাবেলায় ঢাল হিসেবে কাজ করে। শিশুদের নিয়ে এ ধরনের কর্মসূচি আগামী প্রজন্মকে পরিবেশবান্ধব চিন্তায় উদ্বুদ্ধ করবে।

অনুষ্ঠানে বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কেএম মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক। বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কে এম মনিরুজ্জামান বলেন, ‘মরা ও ক্ষতিগ্রস্ত বাগান সংরক্ষণ এবং নতুন বাগান পুনরুদ্ধারে জনগণের সম্পৃক্ততা অপরিহার্য।

কর্মসূচির অংশ হিসেবে সমুদ্রতীরবর্তী সংরক্ষিত বনে চারা রোপণ করেন স্থানীয় শিশু-কিশোর, বনকর্মী ও সাধারণ মানুষ। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শুধু বন রক্ষায় নয়, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায়ও কার্যকর ভূমিকা রাখবে।



banner close
banner close