মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ঢাকা-আরিচা মহাসড়কে মৃত্যুফাঁদে পরিণত শতাধিক মরা গাছ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:০৫

শেয়ার

ঢাকা-আরিচা মহাসড়কে মৃত্যুফাঁদে পরিণত শতাধিক মরা গাছ
ছবি: সংগৃহীত

ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা শিল্পাঞ্চলের পাশে দাড়িয়ে থাকা শতাধিক মরা গাছ এখন স্থানীয়দের কাছে মৃত্যুর আতঙ্কে পরিণত হয়েছে। প্রতিদিন এই পথে চলাচল করেন হাজারো পোশাক শ্রমিক, গাড়িচালক ও পথচারী। বাতাস বা ঝড়ের সময় গাছের ডালপালা ভেঙে পড়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

পোশাক শ্রমিক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করি। পেটের দায়ে গার্মেন্টসে কাজ করি। মাথার ওপর মরা গাছ, কখন যে পড়ে যায়, বলা যায় না।’

গাড়িচালক লিটন মিয়া বলেন, ‘গাড়িতে গাছ পড়ে ভেঙে গেলে মেরামতের খরচ কোথা থেকে আসবে? কিস্তি দিতেই হিমশিম খাই।’

বালিথা এলাকায় অবস্থিত বিআরবি, ল্যাবএইড, ইফাদ অটোজ, একে এইচ, রাইজিং গ্রুপসহ অসংখ্য শিল্প প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে আছে এসব ঝুঁকিপূর্ণ গাছ। শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষ বলছে, এই গাছগুলো যেকোনো সময় প্রাণহানির কারণ হতে পারে।

মাহমুদা অ্যাটায়ার্স-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ইসলাম শেখ জানান, ‘গত বছর সড়ক ও জনপথ বিভাগে লিখিত অভিযোগ করেও কোনো ব্যবস্থা পাইনি। এখনো ঝুঁকি বহাল।’

এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) মানিকগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার আলম বলেন, ‘মরা গাছ চিহ্নিত করে অপসারণের জন্য সার্ভে করা হয়েছে। দ্রুত টেন্ডার প্রক্রিয়া শেষ করে গাছ অপসারণ করা হবে।’

পথচারী, পোশাক শ্রমিক ও গাড়িচালকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সময়ের মধ্যে গাছ অপসারণের দাবি জানিয়েছেন, যাতে কোনো প্রাণহানি বা বড় ধরনের দুর্ঘটনার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়।



banner close
banner close