মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

সাংবাদিক মিরণকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলায় মিলু আটক

কলাপাড়া,পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:৪৭

শেয়ার

সাংবাদিক মিরণকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলায় মিলু আটক
প্রতীকী ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিক জহিরুল ইসলাম মিরণকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি ইলিয়াস হোসেন মিলু (৪৩) কে ডিবি পুলিশ আটক করেছে।

রবিবার ( সেপ্টেম্বর) গভীর রাতে রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নে গোপন অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ইলিয়াস হোসেন মিলু কুয়াকাটার মাদক ব্যবসার অন্যতম নিয়ন্ত্রক এবং একটি হত্যা মামলারও আসামি বলে পুলিশ সূত্রে জানা গেছে। তিনি কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা আনোয়ার হাওলাদারের বড় ভাইয়ের ছেলে। তার বাবার নাম মৃত শানু হাওলাদার। বাড়ি কুয়াকাটা পৌরসভার হোসেন পাড়া এলাকায়।

ডিবি পুলিশের এসআই জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মিলুকে জিজ্ঞাসাবাদ চলছে। এর আগে তার ছেলে রাজনকে গ্রেপ্তার করে আদালতে জবানবন্দি নেওয়া হয়েছিল।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে ফিরে বাসায় প্রবেশের আগে দুর্বৃত্তরা মিরণের ওপর পরিকল্পিত সশস্ত্র হামলা চালায়। সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। তার এক হাতের রগ কেটে ফেলা হয় এবং অন্য হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া মাথা, কপাল, পেট শরীরের বিভিন্ন অংশে অসংখ্য কোপানো হয়।

পরবর্তীতে ১৩ ফেব্রুয়ারি মহিপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঘটনার পর সাংবাদিক রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং বিভিন্ন মানববন্ধন প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর মামলার অন্যতম হোতা মিলু গ্রেফতার হওয়ায় সাংবাদিক মিরণের পরিবার স্বস্তির নিশ্বাস ফেলেছে।



banner close
banner close