সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

চুয়াডাঙ্গার দর্শনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রেজাউল করিম, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৪৩

শেয়ার

চুয়াডাঙ্গার দর্শনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

রবিবার সন্ধ্যা ছয়টায় দর্শনা পৌর অডিটরিয়াম চত্বর থেকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন ও দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয় হাবিবুর রহমান বুলেটের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহরের শাহরিয়ার শুভ মুক্ত মঞ্চের সামনে এসে শেষ হয়।

এরপর দর্শনা পৌর বিএনপির আয়োজনে প্রধান সমন্বয় হাবিবুর রহমান বুলেটের সভাপতিত্বে ও পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক জাহান আলীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক তারিকুল আলম বিলু, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু, পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য নাহারুল ইসলাম, সাংবাদিক শরীফ উদ্দীন শরীফ, মমিনুল ইসলাম ও দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি হারুন অর রশিদ। সভায় আলোচনায় অংশ নেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে এদিন রাত নয়টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



banner close
banner close