টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবন সোনার বাংলায় ভাঙ্গচুরের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তরা ইট ছুড়ে কাদের সিদ্দিকী নিজ গাড়ি ও দোতালার চারটি জানালার গ্লাস ভেঙ্গেছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল শহরের কাদের সিদ্দিকীর নিজ বাসভবন সোনার বাংলায় এঘটনা ঘটে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি তানভীর আহমেদ বলেন, রাত সাড়ে ১২ টার দিকে ১০-১৫ জন মুখোশধারী এই ঘটনা ঘটিয়েছি।বাসভবনের সামনে একটি গাড়ির গ্লাসসহ বাসভনের কয়েকটি গ্লাস ভেঙ্গেছে। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। সারারাত বাসভবনে পুলিশ পাহারা দেয়। এঘটনায় তদন্ত চলছে।
আরও পড়ুন:








