সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

বাগেরহাটে ক্যান্সারে আক্রান্ত শাহিনা বেগম, সহায়তার অপেক্ষায় ভ্যানচালকের পরিবার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪৭

শেয়ার

বাগেরহাটে ক্যান্সারে আক্রান্ত শাহিনা বেগম, সহায়তার অপেক্ষায় ভ্যানচালকের পরিবার
ছবি: বাংলা এডিশন

বাগেরহাটের ফকিরহাটে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়ছেন ভ্যানচালক গোলাম মোস্তফা শেখের স্ত্রী শাহিনা বেগম (৪০)। জন্ম থেকেই প্রতিবন্ধী একমাত্র সন্তানকে নিয়ে দিশেহারা এই পরিবার এখন সমাজের সহানুভূতি ও সাহায্যের অপেক্ষায় দিন কাটাচ্ছে।

ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ভট্ট খামার গ্রামের এই পরিবারে নেমে এসেছে অন্ধকার। ভোর থেকে রাত পর্যন্ত ভ্যান চালালেও সংসারের খরচ কোনোভাবে সামাল দেন মোস্তফা শেখ। সংসারে জন্ম থেকেই শয্যাশায়ী প্রতিবন্ধী ছেলে আব্দুল্লাহ শেখ, আর বর্তমানে ক্যান্সারে আক্রান্ত স্ত্রী শাহিনা বেগম।

স্ত্রীর চিকিৎসার জন্য ইতোমধ্যে শেষ সম্বল বসতবাড়ির অর্ধেক জমি বিক্রি করেছেন মোস্তফা। ধার-দেনা করে কিছুদিন চিকিৎসা চালালেও অর্থাভাবে চিকিৎসা এখন বন্ধ রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শাহিনা বেগমের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন অন্তত ২ লক্ষ ৫০ হাজার টাকা।

পরিশ্রমী ও সৎ মানুষ হিসেবে পরিচিত মোস্তফা শেখ কখনো কারো কাছে হাত পাতেননি। কিন্তু আজ অসুস্থ স্ত্রী ও প্রতিবন্ধী সন্তানকে নিয়ে তিনি দিশেহারা।

প্রতিবেশী নাসিমা আক্তার জানান, ভ্যানচালক গোলাম মোস্তফা চরম দারিদ্র্যের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। জন্ম থেকেই তার একমাত্র সন্তান প্রতিবন্ধী। এরই মধ্যে প্রায় তিন বছর ধরে তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। চিকিৎসার ব্যয় মেটাতে তারা জমিজমা বিক্রি করেছেন। কিন্তু বর্তমানে অর্থের অভাবে চিকিৎসা প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তিনি বলেন, সমাজের বিত্তশালী মানুষ ও সরকার যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তবে মোস্তফার স্ত্রীর চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে।

গোলাম মোস্তফা শেখ বলেন, আমার ছেলেটা জন্ম থেকেই প্রতিবন্ধী। তার জন্য যা ছিল সব বিক্রি করেছি। এখন আবার স্ত্রীর ক্যান্সার ধরা পড়েছে। প্রতিদিন ভ্যান চালিয়ে সংসারের খরচই চলে না। চিকিৎসার খরচ বহন করা আমার পক্ষে অসম্ভব। সরকার ও বিত্তবানদের সাহায্য ছাড়া স্ত্রীকে আর বাঁচাতে পারবো না।

অসহায় এই পরিবার বলছে, এখনই যদি সহযোগিতার হাত না বাড়ানো হয় তবে ক্যান্সারে ভুগতে ভুগতে মৃত্যুর কোলে ঢলে পড়বেন শাহিনা বেগম। নিভে যাবে এক সন্তানের আশার প্রদীপ, ভেঙে পড়বেন স্বামী মোস্তফা।



banner close
banner close