সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

মহিপুরে অবৈধভাবে খাল ভরাট, ড্রেজারে বালু উত্তোলন; প্রশাসনের হানায় পাইপ বিনষ্ট, জরিমানা ৫০ হাজার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৪

শেয়ার

মহিপুরে অবৈধভাবে খাল ভরাট, ড্রেজারে বালু উত্তোলন; প্রশাসনের হানায় পাইপ বিনষ্ট, জরিমানা ৫০ হাজার
ছবি: বাংলা এডিশন

রাতের আঁধারে অবৈধ ড্রেজারের মাধ্যমে মাছের ঘের থেকে বালু উত্তোলন করে জোয়ার ভাটার প্রবাহমান খাল ও সংরক্ষিত বনের জমি ভরাট করে মার্কেট নির্মাণের প্রক্রিয়া চালাচ্ছিল একটি প্রভাবশালী চক্র। এতে একদিকে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছিল, অন্যদিকে বনের জমি দখল হয়ে পরিবেশ হুমকির মুখে পড়ছিল।

এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে কুয়াকাটা সমুদ্র সৈকতের ধোলাই মার্কেট এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এসময় হাতেনাতে আটক করা হয় বাদল সরদার (৩৫) নামের এক ব্যক্তিকে।

অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন সাদেক। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারানুসারে পরিচালিত মোবাইল কোর্টে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৭৫০ ফুট পাইপ ভেঙে বিনষ্ট করা হয় এবং বালু উত্তোলনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, ধোলাই মার্কেট সংলগ্ন বেড়িবাঁধের বাহিরে কয়েকদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে খাল ও সংরক্ষিত বনভূমি ভরাট করা হচ্ছিল। এভাবে চলতে থাকলে পরিবেশ ও বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা স্থানীয়দের।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন সাদেক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।



banner close
banner close