ভোলার আঞ্চলিক মহাসড়কের সংযোগ সড়কে প্রায় এক কিলোমিটার জায়গা মরণফাঁদে পরিনত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই চলাচল বন্ধ হয় যাত্রীবাহী ইজিবাইক, পণ্যবাহী ট্রাক,লড়ি ও পথচারীদের।
ভোলা - খেয়াঘাট সড়কের খেয়াঘাট মসজিদ মোড় থেকে ভোলা - চরফ্যাশন বিশ্ব রোডে উঠতে কাজী ফার্ম ও নবান্ন অটো রাইস এর সামনে এই ১ কিলোমিটার মহা সড়কের মাঝে বড় খানাখন্দের কারণে যানবাহন ও জন চলাচলের ভোগান্তি এখন চরমে।
শনিবার ভোলা চরপেশন আঞ্চলিক মহাসড়কের সংযোগ সড়ক খেয়াঘাট এলাকায় গিয়ে দেখা যায় সড়কটির বেহালদশা।
সড়কের অবস্থা যেন চোখে পড়ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এলাকাবাসী ও শিল্প কারখানার শ্রমিকরা বলেন বারবার অবহিত করা হলেও টনক নড়ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এলজিআরডি ভোলা এর সহকারী প্রকৌশলী এহসানুল হক জানিয়েছেন ইতিমধ্যে আমরা এই সংযোগ সড়ক পূণঃনির্মানের প্রস্তাব পেশ করেছি, অর্থ বরাদ্দ আসলে কাজ বাস্তবায়ন করা হবে।
ব্যাংকের হাট থেকে ভোলাগামী ইজিবাইক চালক সোলাইমান বলেন আঞ্চলিক মহাসড়কে মধ্যকার এ ১ কিলোমিটার সড়ক চলাচল অনুপযোগী। একটু বৃষ্টি হলে গর্তে ৩/৪ ফুট পানি জমে যায়, তখন এখান দিয়ে আর চলা যয় না ।
চরফ্যাশনের দুলার হাট থেকে সুটকি বহনকারী ট্রাক চালক আনোয়ার হোসেন বলেন এই রাস্তা টুকুর অবস্থা এমন যে একপাশে শিল্প কারখানা অপরপাশে দোকানপাট মাঝখানে রাস্তাটি সরু তার উপরে বড় বড় গর্ত, ভারি যান বাহন ঝুঁকি নিয়ে চলতে হয়, দ্রুত এই ১ কিলোমিটার সড়ক মেরামত করার দাবি জানান তিনি।
আরও পড়ুন:








