রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

জুলাই সনদকে আইনী স্বীকৃতি দিয়ে গণতন্ত্রের সঠিক ধারা প্রতিষ্ঠা করা জরুরি

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:১০

আপডেট: ৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:১১

শেয়ার

জুলাই সনদকে আইনী স্বীকৃতি দিয়ে গণতন্ত্রের সঠিক ধারা প্রতিষ্ঠা করা জরুরি
ছবি: বাংলা এডিশন

চাঁদপুর জেলা জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত এক গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার শহরের আলামিন স্কুল এন্ড কলেজের হল রুমে জেলার নির্বাচন পরিচালনা ও আসন কমিটি এবং ইউনিয়ন পর্যায়ের নির্বাচনী দায়িত্বশীলরা এতে অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন।

তিনি বলেন, জুলাই বিপ্লবে শহীদদের পরিবারকে যথাযথ মর্যাদা দিতে হবে। আহত ও পঙ্গুদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়াও জুলাই সনদকে আইনী স্বীকৃতি দিয়ে গণতন্ত্রের সঠিক ধারা প্রতিষ্ঠা করা জরুরি। জনগণের ভোটাধিকার সুরক্ষায় আগামী নির্বাচন অবশ্যই প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন, পি আর পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া উচিত।

কর্মশালার সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমীর, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের প্রার্থী মাও. বিল্লাল হোসাইন মিয়াজী। সঞ্চালক হিসেবে ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ও চাঁদপুর সদর-হাইমচর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এড. শাহজাহান মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ইবনে তায়মিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও কুমিল্লা-বরুড়া আসনের সংসদ সদস্য প্রার্থী শফিকুল আলম হেলাল, এবং সাবেক জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আবদুর রহিম পাটওয়ারী।

অন্যান্যদের উপস্থিতির মধ্যে ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর এড. মাসুদুল ইসলাম বুলবুল, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, চাঁদপুর-১ (কচুয়া) আসনের প্রার্থী মাওলানা আবু নছর আশ্রাফী সহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নির্বাচনি দায়িত্বশীলরা।

বক্তারা আরও বলেন, নির্বাচন কমিশন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে ব্যর্থ হয়, তবে জনগণের ভোটাধিকার হরণ হবে। এজন্য রাজনৈতিক দল ও নাগরিক সমাজকে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হতে হবে।

কর্মশালার সমাপ্তিতে অংশগ্রহণকারীদের নির্বাচনি কার্যক্রম পরিচালনার জন্য বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। এই প্রশিক্ষণ কর্মশালা জেলার নির্বাচনি প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে এবং ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



banner close
banner close