রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

মাদারীপুরে কবরস্থানের মাটি ভরাটের টাকা আত্মসাতের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:৫৭

শেয়ার

মাদারীপুরে কবরস্থানের মাটি ভরাটের টাকা আত্মসাতের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
ছবি: সংগৃহীত

মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের এক, দুই, তিন নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য আপিয়া আক্তারের বিরুদ্ধে কবরস্থানের মাটি ভরাটের জন্য বরাদ্দ পাওয়া সরকারি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

২০২৪-২৫ অর্থবছরে কাবিখা প্রকল্পের আওতায় গোইদিয়া এলাকার একটি গণকবর ভরাটে আড়াই লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও কাজ না করে পুরো টাকা উত্তোলন করা হয়।

স্থানীয়রা অভিযোগ করেন, কবরের পাশে কোনো মাটি ফেলা হয়নি। ইউপি সদস্য আপিয়া আক্তার নিজের ব্যাংকে টাকা রাখার কথা স্বীকার করে বলেন, ‘কিছুদিন পর মাটি ফেলা হবে।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, টাকা উত্তোলনের বিষয়ে তারা অবগত নন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, ধর্মীয় ও নৈতিক দায়িত্ব লঙ্ঘন করায় দোষীদের দ্রুত বিচার হওয়া উচিত।



banner close
banner close