রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে মাদকসহ দুইজন গ্রেপ্তার

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:২৭

শেয়ার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে মাদকসহ দুইজন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬০ পিস ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ টাকা ও দুটি মোবাইল ফোন।

বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার হাউসপুর ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, হাউসপুর ব্রিজ থেকে সাদাব্রিজগামী পাকা রাস্তার পাশে বাহার আলীর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে দুইজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, আলমডাঙ্গা কলেজ পড়ার শ্রী শ্যামল কুমার সাহার ছেলে সুবেন্দু সাহা ও আলমডাঙ্গা হাউসপুরের মিজানুর রহমানের ছেলে মোঃ শাওন।

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ষাট পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১২৬২ ও দুটি মোবাইল ফোন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।



banner close
banner close