রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

চুয়াডাঙ্গায় এসিল্যান্ড পরিচয়ে ফোনে হোটেল ব্যাবসায়ীদের কাছে টাকা দাবী

আসিম সাঈদ, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:২৮

শেয়ার

চুয়াডাঙ্গায় এসিল্যান্ড পরিচয়ে ফোনে হোটেল ব্যাবসায়ীদের কাছে টাকা দাবী
ছবি: সহকারী কমিশনার (ভুমি), দামুড়হুদা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমানের নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল ফোনে একাধিক খাবার হোটেল মালিকের কাছে টাকা দাবি করেছে একটি প্রতারক চক্রের সদস্য।

জানা গেছে, গত বুধবার দুপুরে ০১৯৬৮-৭৯৬৫৪৪ নম্বর থেকে উপজেলা প্রশাসনের কর্মচারী জহুরুল ইসলামের ব্যক্তিগত মোবাইলে কল দিয়ে এক প্রতারক নিজেকে এসিল্যান্ড হিসেবে পরিচয় দেয়। পরে জহুরুলকে উপজেলা সংলগ্ন ও বাসস্ট্যান্ড এলাকায় থাকা হোটেল মালিকদের সাথে আমাকে জরুরি কথা বলিয়ে দিতে বলে।

জহুরুল পাঁচজন হোটেল মালিকের সঙ্গে কথা বলিয়ে দেন। এরপর ওই ব্যক্তি হোটেল মালিকদের নিজের নম্বরে ফোন করতে বলেন। এবং সবার কাছে টাকা দাবি করেন। এরইমধ্যে একজন হোটেল মালিক ১৫ হাজার টাকা বিকাশে পাঠিয়েছেন।

এদিকে এ ঘটনার পর উপজেলা প্রশাসনের কর্মচারী ও ভুক্তভোগী হোটেল মালিকরা নিশ্চিত হন ফোন করা ব্যাক্তি এসিল্যান্ড কে এইচ তাসফিকুর রহমান নন। সেদিন তিনি দর্শনা পৌরসভায় অফিস করেছেন। এমনকি কাওকে তিনি কোনো ফোন দেননি। এটি প্রতারক চক্রের ফাঁদ ছিল।

এ প্রসঙ্গে কে এইচ তাসফিকুর রহমান বলেন, ‘প্রতারক চক্র আমার নাম ব্যবহার করে যেভাবে প্রতারণা করছে, তা খুবই দুঃখজনক। আমি বিষয়টি জানার সঙ্গে সঙ্গে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।

তিনি আরও বলেন, দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। এই প্রতারণার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।



banner close
banner close