ঝিনাইদহের শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাসের জন্য বরাদ্দকৃত সরকারি গাড়ি নিয়মিত ব্যবহার করছেন তার স্বামী। প্রতিদিন সকালে নিজ কর্মস্থলে যাওয়া এবং বিকেলে অফিস শেষে ফেরার কাজে ব্যবহৃত হচ্ছে গাড়িটি। এ ঘটনায় উপজেলাজুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
বাংলা এডিশনের ক্যামেরায় ধরা পড়েছে, ইউএনও’র সরকারি গাড়িতে তার স্বামীকে অফিসে নিয়ে যাওয়া আসার দৃশ্য। যদিও এ বিষয়ে প্রশ্ন করা হলে ইউএনও’র স্বামী এবং গাড়ির চালক দাবি করেন, ‘তেল নিতে পাম্পে এসেছেন।’
সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার শৈলকুপা শহরের গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ইউএনও’র নতুন মডেলের পাজেরো স্পোর্টস গাড়িটি দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর এক ব্যক্তির ইশারায় গাড়িটি এগিয়ে গিয়ে তাকে উঠিয়ে নেয়। পরে গাড়ির ভেতরে বসে থাকা ব্যক্তি নিজেকে ইউএনও’র স্বামী বলে পরিচয় দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন সকালে শৈলকুপা উপজেলা শহর থেকে ঝিনাইদহ জেলা শহরে কর্মস্থলে যাওয়ার জন্য গাড়িটি ইউএনও’র স্বামীকে বহন করে। বাসা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে গাড়াগঞ্জ এলাকায় নামিয়ে দেয়া হয় তাকে। বিকেলে আবার সেখান থেকে তুলে বাসায় পৌঁছে দেয় গাড়িটি। এভাবে প্রতিদিন প্রায় ৩০ কিলোমিটার যাতায়াত করছে ইউএনও’র গাড়ি, যা সরকারি বিধিমালার পরিপন্থী।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস কোনো সঠিক জবাব দিতে পারেননি বরং প্রতিবেদককে পাল্টা প্রশ্নে জেরার মুখে ফেলেন তিনি।
সরকারি বিধি অনুযায়ী, ইউএনও’র জন্য বরাদ্দকৃত গাড়ি শুধুমাত্র তার সরকারি কাজে ব্যবহার করার নিয়ম থাকলেও স্বামীর ব্যক্তিগত কাজে নিয়মিত ব্যবহার নিয়ে উঠেছে প্রশ্ন।
আরও পড়ুন:








