রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি মুফতি আমির হামজার

আসিম সাঈদ, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৭

শেয়ার

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি মুফতি আমির হামজার
বাংলা এডিশন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ধর্মীয় শিক্ষক হিসেবে একজন আলেমকে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতা কুষ্টিয়া- আসনের মনোনীত সংসদ পদপ্রার্থী মুফতি আমির হামজা।

শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর ওলামা সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে তিনি দাবি জানান।

মুফতি আমির হামজা বলেন, “যে দেশে ৯২ ভাগ মানুষ মুসলমান, সেই দেশের শিক্ষা প্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ দেয়া হয়। অথচ ধর্মীয় শিক্ষার জন্য কোনো আলেম শিক্ষক নিয়োগ দেয়া হয় না এটা খুবই দুঃখজনক।

তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান . মুহাম্মদ ইউনুস বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে তিনি বিদায় নেবেন। বিদায়ের আগে তিনি যেন এমন কিছু করেন, যা মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবে।

সমাবেশে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা ওলামা বিভাগের সভাপতি মাওলানা লুকমান হুসাইন। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা- আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

এছাড়া আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব জামায়াতের সভাপতি নূর মোহাম্মদ টিপু, জেলা আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাইয়ুম উদ্দিন হিরোক এবং আলমডাঙ্গা উপজেলা আমীর শফিউল আলম বকুল।



banner close
banner close