রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে সিআইডির ওপর হামলায় অভিযুক্ত শাওন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৮

শেয়ার

যশোরে সিআইডির ওপর হামলায় অভিযুক্ত শাওন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

যশোরের রাজারহাটে সিআইডি পুলিশের ওপর হামলার ঘটনায় শাওন সরদার নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত।

বৃহস্পতিবার রাতে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে শাওনকে আটক করে। পরে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। তবে এ ঘটনায় প্রধান অভিযুক্ত তুষার সরদার এখনো পলাতক রয়েছে।

ঘটনার সূত্রপাত হয় বুধবার সন্ধ্যা ছয়টার দিকে। যশোর সিআইডির একটি দল এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানার ছেলে তুষারকে স্থানীয় একটি বিরিয়ানি হাউজে নিয়ে গিয়ে তল্লাশি করে এবং তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধারের দাবি করে।

তবে এ সময় তুষার চিৎকার করে সিআইডি সদস্যদের ভুয়া পুলিশ বলে দাবি করেন, ফলে উত্তেজিত স্থানীয়রা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। পরে যশোর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিআইডি সদস্যদের উদ্ধার করে।

কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত জানান, শাওনকে আটকের পর তার বাড়িতে অভিযান চালিয়ে প্রধান আসামি তুষারের পরিহিত পোশাক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দু’টি মামলা দায়ের হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে যশোর সিআইডির পুলিশ সুপার সিদ্দিকা বেগম বলেন, ‘বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আমাদেরও একটি বিশেষ টিম তদন্তে মাঠে নেমেছে।’



banner close
banner close