মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া গ্রামে বিষাক্ত মদপানে চারজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। একই ঘটনায় অসুস্থ হয়ে আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত মারা যান এই চারজন। তাদের জানাজা শেষে পৃথকভাবে দাফন সম্পন্ন হয়েছে।
মৃতরা হলেন, কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী, ইব্রাহিম মুন্সী, রহমত উল্লাহ বেপারী এবং মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার।
চিকিৎসাধীনরা হলেন, রহমতুল্লাহ, আল আমিন সরকার ও সিজান বেপারী।
স্থানীয়রা জানিয়েছেন, তারা সবাই একসঙ্গে স্থানীয়ভাবে তৈরি দেশি মদ পান করেছিলেন। এর কিছু সময় পরেই তাদের শরীরে প্রতিক্রিয়া দেখা দেয়।
কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি স্থানীয়ভাবে জানা গেলেও এখনো প্রশাসনিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তবে টঙ্গীবাড়ি থানার ওসি মহিদুল ইসলাম বলেছেন, ‘এ ধরনের ঘটনার বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। খোঁজ নিয়ে দেখছি।’
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, অবৈধ মদ তৈরির উৎস চিহ্নিত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া উচিৎ।
আরও পড়ুন:








