রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

রংপুরে ক্যাসিনো-ডলার প্রতারক চক্রের চার সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:৩৩

শেয়ার

রংপুরে ক্যাসিনো-ডলার প্রতারক চক্রের চার সদস্য গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রংপুরে অনলাইন ক্যাসিনো ও ডলার প্রতারণার সঙ্গে জড়িত চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো গোপালপুর ইউনিয়নের ধাপ নয়াপাড়া এলাকার লাল মিয়ার ছেলে হাবিবুর রহমান, হাফিজুর রহমান, শামীম মিয়া এবং একই এলাকার সুলতান মিয়ার ছেলে সুমন সরকার ওরফে তিতাস।

শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি নুর আলম সিদ্দিকী।

এর আগে বৃহস্পতিবার মিঠাপুকুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের ধাপ নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রিপন মিয়া নামে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

ওসি নুর আলম সিদ্দিকী বলেন, ‘দীর্ঘদিন ধরে চক্রটি অনলাইনে ক্যাসিনো পরিচালনা এবং ডলার কেনাবেচার নামে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে প্রতারণা করে আসছিলো। তারা প্রথমে লোভনীয় প্রস্তাব দিয়ে ভুক্তভোগীদের বিভিন্ন স্থানে ডেকে নিতো। এরপর কৌশলে অজ্ঞান করে সঙ্গে থাকা টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিতো।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।’



banner close
banner close