রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

জয়পুরহাটে টিসিবির মালামাল চুরির মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:২২

শেয়ার

জয়পুরহাটে টিসিবির মালামাল চুরির মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোয়ার হোসেন টিসিবির মালামাল চুরির মামলায় গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার তাকে ঢাকার মিরপুরের মাজার রোড এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

মনোয়ার হোসেন জয়পুরহাট সদর উপজেলার কড়ই চকপাড়া গ্রামের এনামুল হকের ছেলে।

পুলিশ ও মামলার এজাহারে জানা যায়, চলতি বছরের সাত জানুয়ারি সন্ধ্যায় বম্বু ইউপি কার্যালয়ের গুদাম থেকে ছয়টি ভ্যানে করে টিসিবির মালামাল অন্যত্র সরিয়ে নেয়া হয়। স্থানীয়রা সেই ঘটনার ভিডিও ধারণ করে এবং পরে আতাউর রহমান নামের একজন ব্যক্তি তা সামাজিক মাধ্যমে প্রকাশ করেন।

এরপরও কোনো ব্যবস্থা না নেয়ায় আতাউর রহমান গত ২৬ আগস্ট জয়পুরহাট সদর থানায় মনোয়ার হোসেনসহ অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন।

জয়পুরহাট থানার ওসি তামবিরুল ইসলাম জানান, ‘তদন্তের ভিত্তিতে মনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’



banner close
banner close