মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

বাগেরহাটে মোবাইল ফোন না পেয়ে কিশোরীর আত্মহত্যা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:৫৩

শেয়ার

বাগেরহাটে মোবাইল ফোন না পেয়ে কিশোরীর আত্মহত্যা
ছবি: সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমানে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরীর নাম মোছা. কারিমা খাতুন (১৬)। তিনি ওই গ্রামের জয়নাল শেখের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কারিমা খাতুনের ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও সাড়া পাননি। পরে জানালা দিয়ে তাকিয়ে দেখেন, তিনি ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছেন। দ্রুত দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মা নাছিমা বেগম ও বোন মার্জিয়া খাতুন জানান, কারিমা দীর্ঘদিন ধরে মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য পরিবারের কাছে আবদার করে আসছিলেন। পরিবার মোবাইল কিনে না দেওয়ায় অভিমানে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাতেমা বিনতে আজাদ বলেন, কিশোরীটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।



banner close
banner close