বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

নড়াইলে যথাযত মর্যাদায় বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৪ তম শাহাদত বার্ষিকী পালিত

নড়াইল জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:৫১

শেয়ার

নড়াইলে যথাযত মর্যাদায় বীর শ্রেষ্ঠ  নূর মোহাম্মদ শেখের ৫৪ তম শাহাদত বার্ষিকী পালিত
ছবি: সংগৃহীত

নড়াইলে নানা আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার সকালে নড়াইল সদর উপজেলার নূর মোহাম্মদ নগরে নড়াইল জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের আয়োজনে কোরআনখানি, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল সোয়া ১০টায় শহিদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। এ সময় পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করে।

আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, স্থানীয় সরকারের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত পুলিশ সুপার নূরই আলম সিদ্দিকী, শহিদের নাতি নিয়ামুল ইসলাম, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলামসহ সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শহিদের পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ।



banner close
banner close