মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

কলাপাড়ায় সংঘবদ্ধ ডাকাতি ও প্রবাসী গৃহবধূ নির্যাতন মামলায় তিনজন গ্রেপ্তার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:১৬

শেয়ার

কলাপাড়ায় সংঘবদ্ধ ডাকাতি ও প্রবাসী গৃহবধূ নির্যাতন মামলায় তিনজন গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর কলাপাড়ায় সংঘবদ্ধ ডাকাতি ও যুক্তরাষ্ট্রপ্রবাসীর স্ত্রীকে নির্যাতনের ঘটনায় পুলিশের বিশেষ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. কাওসার (২৪), আশিষ গাইন (৩০), মো. শওকত আহমেদ রিপন ওরফে সোহাগ (২৫)। তারা পটুয়াখালী ও বরগুনার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহের শ্যামকুর সীমান্ত এলাকা থেকে প্রথমে কাওসারকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার টেকনিক্যাল মোড়ের বস্তি থেকে রিপন ওরফে সোহাগকে ধরা হয়। সবশেষে কলাপাড়া শহর থেকে আশিষ গাইনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, ঘটনার রাতে তারা পরিকল্পিতভাবে ওই প্রবাসীর বাড়িতে প্রবেশ করে। পরে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করার পাশাপাশি গৃহবধূকে একটি কক্ষে আটকে রেখে নির্যাতন চালায়।

উল্লেখ্য, গত ১৪ জুলাই গভীর রাতে কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। ডাকাতরা প্রায় ৫০ হাজার টাকা, ১৩ ভরি স্বর্ণালঙ্কার এবং একটি মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

অতিরিক্ত পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর জানান, গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



আরও পড়ুন:

banner close
banner close