মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

মানিকগঞ্জের মসজিদের উন্নয়ন কাজে বাধা ও মিথ্যা মামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৮

শেয়ার

মানিকগঞ্জের মসজিদের উন্নয়ন কাজে বাধা ও মিথ্যা মামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ছবি: বাংলা এডিশন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের বকচর গ্রামে কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কাজে বাধা এবং এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্থানীয়রা। শুক্রবার ( সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে এক বিশাল মানববন্ধনের আয়োজন করেন এলাকাবাসী।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. বাবুল হোসেন বাদশা। বক্তব্য রাখেন এলাকার গণ্যমান্য ব্যক্তি আব্দুস সালাম, বিপ্লব হোসেন, আক্তার হোসেনসহ অনেকে।

বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় সিদ্দিক তার দুই ছেলে বায়েজিদ সানোয়ার দীর্ঘদিন ধরে নিজেদেরসমন্বয়কারীপরিচয়ে এলাকায় নানা অপকর্ম করে যাচ্ছে। তারা সাধারণ মানুষকে নিয়মিত চাঁদাবাজি, হয়রানি এবং ভিত্তিহীন মামলার মাধ্যমে ভোগান্তিতে ফেলছে। এমনকি প্রতিবন্ধী ব্যক্তিরাও তাদের দৌরাত্ম্য থেকে রেহাই পাচ্ছে না বলে অভিযোগ ওঠে।

সর্বশেষ, ধর্মীয় প্রতিষ্ঠান বকচর কেন্দ্রীয় জামে মসজিদের সংস্কার উন্নয়ন কার্যক্রমে প্রকাশ্যে বাধা দেওয়ার অভিযোগ উঠে সিদ্দিক গংদের বিরুদ্ধে। বৈদ্যুতিক সংযোগে বাধা সৃষ্টি করে সংস্কার কাজ বন্ধ করে দেওয়ায় মুসল্লি এলাকাবাসীর মাঝে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে উপস্থিত প্রায় দুই শতাধিক গ্রামবাসী একসাথে দাবি জানায়, "ধর্মীয় প্রতিষ্ঠানের কাজে বাধা, চাঁদাবাজি মিথ্যা মামলার মতো অন্যায় আর সহ্য করা হবে না। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।"

এলাকাবাসী জানান, তারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায় এবং ধরনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।



banner close
banner close