মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ঠাকুরগাঁওয়ে জুলাই যোদ্ধাসহ তিন মোটরসাইকেল চোর আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৮

শেয়ার

ঠাকুরগাঁওয়ে জুলাই যোদ্ধাসহ তিন মোটরসাইকেল চোর আটক
ছবি: বাংলা এডিশন

ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকায় একটি ক্লিনিকের গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন স্থানীয়ভাবে পরিচিত জুলাই যোদ্ধা।

শুক্রবার ভোর রাতে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ শহরে অভিযান চালিয়ে দু’জনকে আটক করে। পরে তাদের দেয়া তথ্য ভিত্তিতে পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা হতে মোটরসাইকেলসহ একজনকে আটক করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো, ঠাকুরগাঁও পৌরসভার সাহাপাড়া নুর আলম হৃদয়। তিনি এলাকায় জুলাই যোদ্ধা নামে পরিচিত। অন্য দুজন হলো ঠাকুরগাঁও পৌরসভার মুন্সিপাড়ার বাসিন্দা রিয়াদ হাসান মাসুদ, এবং পঞ্চগড় জেলার দেবিগঞ্জ থানার সজীব হোসেন সাজ্জাদ।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত চার সেপ্টেম্বর ভোরে হাজীপাড়া এলাকায় দেশ এক্সরে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজির পেছনের গ্যারেজে মোটরসাইকেলটি রেখে কাজ শুরু করেন মালিক। সন্ধ্যায় গিয়ে দেখেন, তার হিরো হোন্ডা স্প্লেন্ডার মোটরসাইকেল নেই। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে থানায় অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে সদর থানায় মামলা রুজু হয়। পরে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে এবং সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে রিয়াদ ও নুর আলম হৃদয়কে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে তারা মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেন এবং দেবীগঞ্জ এলাকায় বিক্রি করে দেয়ার তথ্য দেয়।

পরে সদর থানার পুলিশ দেবীগঞ্জ থানার সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে সজীব হোসেন সাজ্জাদকে গ্রেপ্তার করে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি সরোয়ার আলম খান বলেন, ‘গ্রেপ্তার হওয়া তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।’



banner close
banner close