ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিদী ইউনিয়নকে নগরকান্দা উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে একযোগে সড়ক অবরোধ করে স্থানীয়রা। এতে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, যার ফলে দূরপাল্লার যানবাহনগুলো আটকে পড়ে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
সকাল নয়টার পর থেকে পুকুরিয়া, হামিরদী, সুয়াদী ও আলগী বাসস্ট্যান্ড এলাকায় শত শত মানুষ রাস্তায় নেমে আসে। তারা সড়কে গাছের গুঁড়ি, বাঁশ ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। অবরোধে সাধারণ যাত্রী, শিক্ষার্থী ও পণ্যবাহী পরিবহন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অবরোধকারীরা বলেন, নির্বাচন কমিশনের গেজেটে ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে স্থানান্তর করা হয়েছে। তারা এই সিদ্ধান্ত মানেন না এবং দাবি করেন, এটি স্থানীয়দের মতামত ছাড়াই নেয়া হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, ‘মহাসড়কে ব্যাপক যানজট তৈরি হয়েছে। আমরা বারবার অনুরোধ করছি, কিন্তু অবরোধকারীরা রাস্তা ছাড়ছেন না।’
এদিকে, অবরোধ দীর্ঘায়িত হলে রোগী পরিবহন, শিক্ষার্থী যাতায়াত ও ব্যবসায়িক পরিবহন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন:








