মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ফরিদপুরে নিখোঁজের এক দিন পর পুকুরে মিললো শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২২

আপডেট: ৫ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৩

শেয়ার

ফরিদপুরে নিখোঁজের এক দিন পর পুকুরে মিললো শিশুর মরদেহ
ছবি: সংগৃহীত

ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে নিখোঁজের এক দিন পর বাড়ির পাশের পুকুর থেকে দেড় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে কানাইপুর ইউনিয়নের ছাইবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম তৌহিদ খলিফা। তিনি দুবাই প্রবাসী রুবেল খলিফার ছোট ছেলে। পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে পুকুরপাড় থেকে নিখোঁজ হয় তৌহিদ। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পরিবার ফরিদপুর কোতোয়ালি থানায় জিডি করে। পরে দমকল বাহিনীর ডুবুরি দল পুকুরে তল্লাশি চালালেও কোনো সন্ধান মেলেনি।

অবশেষে বৃহস্পতিবার ভোরে শিশুটির কাকা দুলাল ফকির পুকুরে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পান। পরে তা উদ্ধার করা হয়।

কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হোসেন ঘটনাস্থলে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ান। তিনি বলেন, ‘এই ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এর পেছনে কোনো রহস্য আছে কিনা, তা খতিয়ে দেখতে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানাচ্ছি।’

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘শিশুর মৃত্যুর ঘটনায় একটি মামলা নেয়া হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।’

শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



banner close
banner close