বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

যশোরে সিআইডি পুলিশের ওপর মাদক ব্যবসায়ীর হামলা, চার পুলিশ আহত

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০০

শেয়ার

যশোরে সিআইডি পুলিশের ওপর মাদক ব্যবসায়ীর হামলা, চার পুলিশ আহত
ছবি: বাংলা এডিশন

যশোরে মাদকবিরোধী অভিযানে সিআইডি পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার ( সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার রাজারহাট বাজারে মাদক ব্যবসায়ী তার সহযোগীদের হামলায় দুই সাব-ইন্সপেক্টরসহ চার পুলিশ সদস্য আহত হন। এসময় হামলাকারীরা পুলিশের হাত থেকে আটককৃত মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেয়।

আহতদের মধ্যে কনস্টেবল শহিদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার মাথায় গুরুতর আঘাত রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি সদস্যরা রাজারহাট গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী স্থানীয় ছাত্রলীগ ক্যাডার তুষারকে (২৭) আটক করে। আটকের পরপরই তুষার চিৎকার শুরু করলে স্থানীয় কয়েকজন সহযোগী তাকেভুয়া পুলিশবলে প্রচার করে। একপর্যায়ে উত্তেজিত জনতা সিআইডি সদস্যদের ঘিরে ধরে হামলা চালায়।

হামলার মুখে কয়েকজন পুলিশ সদস্য আত্মরক্ষার্থে সরে যেতে পারলেও কনস্টেবল শহিদুল ইসলামকে ধরে পিটুনি দেওয়া হয়। পরে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর যশোর সিআইডির পুলিশ সুপার সিদ্দিকা বেগম ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনায় সিআইডির পক্ষ থেকে যশোর কোতোয়ালী মডেল থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, “সিআইডি পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।

এদিকে সিআইডি কর্মকর্তারা জানিয়েছেন, যশোর অঞ্চলে মাদকচক্র দমন অভিযান আরও জোরদার করা হবে।



banner close
banner close