বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

প্রণোদনার নামে ১৬ হাজার টাকা আত্মসাৎ, চুয়াডাঙ্গায় আটক তিন নারী

রেজাউল করিম লিটন

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:৫৫

শেয়ার

প্রণোদনার নামে ১৬ হাজার টাকা আত্মসাৎ, চুয়াডাঙ্গায় আটক তিন নারী
ছবি: বাংলা এডিশন

প্রণোদনা দেওয়ার নামে নিরীহ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চুয়াডাঙ্গায় তিন নারীকে আটক করেছে পুলিশ। প্রতারণার শিকার হানুরবারাদী গ্রামের শিক্ষক মোঃ মহসিন আলী বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন- মোছাঃ কাজল রেখা (৩৮), মোছাঃ রাবেয়া খাতুন (৩৭) এবং মোছাঃ নাসরিন খাতুন (৩৯)। এই তিন নারীই চুয়াডাঙ্গা সদর উপজেলার কুলচারা গ্রামের বাসিন্দা।

শিক্ষক মোঃ মহসিন আলী তার অভিযোগে জানান, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে অভিযুক্তরা হানুরবারাদী গ্রামের আব্দুস সালামের বাড়িতে একত্রিত হয়ে সহজ-সরল গ্রামবাসীকে প্রণোদনা হিসেবে চাল, তেল, ডাল এবং সেলাই মেশিন দেওয়ার প্রলোভন দেখায়। এই সুবিধা পেতে প্রতিটি কার্ডের জন্য গ্রামবাসীদের কাছ থেকে ২০০ টাকা করে মোট ১৬,০০০ টাকা আদায় করে।

বিকেল ৩টা ৪৩ মিনিটে মহসিন আলী বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু তারা কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। এসময় স্থানীয় ৮০ জনের কাছ থেকে মোট ১৬,০০০ টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পাওয়া যায়।

মহসিন আলী জানান, এই প্রতারণার ঘটনাটি এলাকার পরে তিনি স্থানীয়দের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত প্রতারকদের বুধবার বিকেলে এলাকাবাসী আটকে রেখে পুলিশকে খবর দেয় পরে

চুয়াডাঙ্গা সদর থানার এসআই মোহাম্মদ শরিয়তুল্লাহ ভূঁইয়া সহ পুলিশ সাথে অভিযুক্ত তিনজনকে আটক করে সদর থানা হেফাজতে নিয়ে আসে।

এবিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আত্মসাৎকৃত টাকা উদ্ধারের চেষ্টা চলছে। একই সঙ্গে এলাকার মানুষকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।



banner close
banner close