বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ভোলাহাটে দুই দিন ধরে নিখোঁজ সাত্তার আলী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:৩৮

শেয়ার

ভোলাহাটে দুই দিন ধরে নিখোঁজ সাত্তার আলী
নিখোঁজ সাত্তার আলী। ছবি: বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার লম্বাটোলা গ্রামের মোঃ সাত্তার আলী (বাইসু মোড়ল) নামে এক বৃদ্ধ দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবার ও এলাকাবাসীর মধ্যে এ নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, গত দুই দিন আগে তিনি নিজ বাড়ি লম্বাটোলা গ্রাম থেকে ঠাকুরগাঁও জেলার মেয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি সেখানে পৌঁছাননি। পাশাপাশি নিজ বাড়িতেও ফিরে আসেননি। এ অবস্থায় তার পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তায় রয়েছেন এবং সর্বত্র খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজ সাত্তার আলীর গ্রামের ঠিকানা: গ্রাম- লম্বাটোলা, পোস্ট- পোল্লাডাংগা, থানা- ভোলাহাট, জেলা- চাঁপাইনবাবগঞ্জ, বিভাগ- রাজশাহী। তিনি স্থানীয়ভাবে বাইসু মোড়ল নামেও পরিচিত। পরিবার জানিয়েছে, বৃদ্ধ সাত্তার আলী বাড়ি থেকে বের হওয়ার সময় একাই ছিলেন। তবে পথিমধ্যে কোথায় কী ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি।

এ ঘটনায় এলাকাবাসীও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, দ্রুত প্রশাসন এবং স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ ব্যক্তির খোঁজ পাওয়া জরুরি। যদি কেউ মোঃ সাত্তার আলী (বাইসু মোড়ল)-এর সন্ধান পান বা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তবে নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে: ০১৩২৪১৩৬৮৬৩।



banner close
banner close